About
LOOP, Control Engineering
Club হিসাবে
এর যাত্রা শুরু হয় 2k11 এর Imam Ul Ferdous এবং Mahbub Rony এর হাত ধরে। শুরুতে ক্লাবটির মডারেটর ছিলেন Md. Fazle Rabbi স্যার। এর আগে club হিসাবে কাজ করার পূর্বে LOOP একটি research group হিসাবে কাজ করত। দেশে এবং দেশের বাইরে বেশ কিছু
কম্পিটিশনে LOOP এর সদস্যরা পারটিসিপেট করে। বর্তমানে ক্লাবটির
মডারেটর হিসেবে আছেন, Dr. Zahir Uddin
Ahmed স্যার।
অল্প পরিসরে শুধুমাত্র মেকানিক্যালের ছাত্রদের জন্য শুরু হলেও সামনে
ক্যাম্পাসের সকলের জন্য কাজ করবে LOOP । LOOP এর উদ্দেশ্য Control engineering নিয়ে সকলকে জানানো। Robotics, Industrial Automation এর মত vast ফিল্ড গুলাতে কাজ করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের Design এবং Mechanics এর জ্ঞানের পাশাপাশি Control নিয়ে ভালো ধারনা রাখা উচিত। Undergraduate এর সল্প সময়ে এসব নিয়ে খুব ভালো ধারনা না দেয়া
গেলেও অন্তত ছাত্ররা যাতে বিষয়গুলোর সাথে পরিচিত হয় সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে LOOP।
এছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের অনেকেরই Programming বিষয়ে ভালো ধারনা এবং চর্চা থাকে না যা পরবর্তীতে উচ্চশিক্ষা কিংবা গবেষণা ক্ষেত্রে আমাদের পিছিয়ে রাখে। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও যাতে আমরা C/C++, Python এবং Matlab এর মত প্ল্যাটফর্মে দক্ষ হই সেজন্য বছরে ১ টি করে Programming and Introduction to Robotics এর ওয়ার্কশপ আয়োজন করা হয়।
এছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের অনেকেরই Programming বিষয়ে ভালো ধারনা এবং চর্চা থাকে না যা পরবর্তীতে উচ্চশিক্ষা কিংবা গবেষণা ক্ষেত্রে আমাদের পিছিয়ে রাখে। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও যাতে আমরা C/C++, Python এবং Matlab এর মত প্ল্যাটফর্মে দক্ষ হই সেজন্য বছরে ১ টি করে Programming and Introduction to Robotics এর ওয়ার্কশপ আয়োজন করা হয়।
Industrial
Automation এ PLC খুব গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ ছাত্রের PLC, SCADA, HMI নিয়ে কোন রকম ধারনা থাকে না। দেশের জবমার্কেটে CAD এর সাথে Automation নিয়ে ভালো ধারনা রাখা নিঃসন্দেহে ছাত্রদের
প্রতিযোগীতায় এগিয়ে রাখবে। তাই প্রতিবছর PLC and Industrial Automation এর ওয়ার্কশপ আয়োজন করা হয়। এখানে সবচেয়ে আকর্ষণীয়
বিষয় হল, LOOP ই একমাত্র ক্লাব ক্যাম্পাসে যারা এই ওয়ার্কশপ শেষে PLC এবং Automation এর উপর একটি Industrial Tour আয়োজন করে।
এসব রুটিনমাফিক কাজ ছাড়াও LOOP এর সদস্যরা বেশ কিছু Research & Development প্রজেক্ট এ কাজ করে। LOOP এর অনেক সদস্য বর্তমানে Ground Rover নিয়ে কাজ করছে। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে LOOP থেকে আরো অনেক প্রোজেক্টে ছাত্রদের অংশ নেয়ার সুযোগ রয়েছে।
এসব রুটিনমাফিক কাজ ছাড়াও LOOP এর সদস্যরা বেশ কিছু Research & Development প্রজেক্ট এ কাজ করে। LOOP এর অনেক সদস্য বর্তমানে Ground Rover নিয়ে কাজ করছে। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে LOOP থেকে আরো অনেক প্রোজেক্টে ছাত্রদের অংশ নেয়ার সুযোগ রয়েছে।
LOOP এর মূল উদ্দেশ্য, Programming নিয়ে ছাত্রদের ধারনা দেয়া এবং Control, Robotics, Automation ফিল্ডগুলোয় দক্ষতা বৃদ্ধি করা।
We arrange several workshop though
out the years:
- Basic programming and robotics
- Robotics with Arduino and project making
- Industrial automation and PLC
- Industrial tour
- Simulation
Club Discussion |